শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ - ১৬:১৪
ইরানি নৌবাহিনীর আয়োজনে ত্রিপক্ষীয় বহুজাতিক নৌ মহড়া

আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে ইরানের আয়োজনে একটি ত্রিপক্ষীয় বহুজাতিক নৌ মহড়া সমুদ্র অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

হাওজা নিউজ এজেন্সি: রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, চলতি ইরানি বর্ষ ১৪০৪ সালে ইরানি নৌবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে এবং এ সময়ে ১২টি ভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে অংশ নিয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক, পেশাগত ও ক্রীড়া বিষয়ক কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক ও আঞ্চলিক-বহির্ভূত সামরিক মহড়ায় অংশগ্রহণ।

কমান্ডার আরও বলেন, অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় ইরানি নৌবাহিনীর নেভাল গ্রুপ–১০৩ নিকট ভবিষ্যতে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট নৌদলটি ইতোমধ্যে মহড়ার নির্ধারিত অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানি নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে মহড়ায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক মহড়ার পাশাপাশি ইরানি নৌবাহিনী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ নৌ মহড়া পরিচালনার পরিকল্পনাও গ্রহণ করেছে। একই সঙ্গে সমুদ্র অঞ্চলে আরও বিস্তৃত পরিসরে সামরিক মহড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে, অধিকসংখ্যক দেশের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় নৌ মহড়া নিকট ভবিষ্যতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha